1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

৬ গোলের থ্রিলারে ভুটানকে রুখে দিয়েছে বাংলাদেশ

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//তিনবার এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিলো ভুটান। কিন্তু বার বারই দারুণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচে ফিরে এসে তাদের জয় বঞ্চিত করেছে বাংলাদেশ। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের নারীদের বিভাগে প্রথম আসরেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-৩ গোলে ভুটানকে রুখে দিয়েছে।

প্রথম ম্যাচে ভারতকে হারানো বাংলাদেশের মেয়েদের আজ শুরু থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে ননতাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ভুটান এগিয়ে যায়। পঞ্চম মিনিটে বাংলাদেশকে চমকে দেয় ভুটান। জ্যামিয়াং চোডেনের কোনোকুনি শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়। সাবিনার পাশ দিয়ে তড়িৎ গতিতে বল চলে যায় জালে। দুই মিনিট পরই অবশ্য সমতার স্বস্তি ফিরে বাংলাদেশের তাঁবুতে। সুমাইয়া মাতসুশিমা মধ্য মাঠ থেকে একাই বল নিয়ে লং রেঞ্জ থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন।

১৩ মিনিটে কৃষ্ণা রানী শট নিলেও গোলকিপার সংগীতা গোল হতে দেননি। আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা চলতে থাকে দ্বিতীয়ার্ধেও। এই অর্ধের ষষ্ঠ মিনিটে সতীর্থের ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে ভুটানকে আবারও এগিয়ে নেন সোনম লাহমো। ৩০ মিনিটে ভুটান স্কোর লাইন আরও বাড়িয়ে নেয়। সোনম লাহমে দারুণ দক্ষতায় গোল করে দলকে জয়ের পথে রাখেন। চার মিনিট পর বাংলাদেশ চমক দেখাতে শুরু করে। আবার ম্যাচে ফিরে আসে। সাবিনা খাতুন একজনকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন।

পরের মিনিটে ভুল পাস থেকে বল ছিনিয়ে নিয়ে মাসুরা পারভীন গোলকিপারকে একা পেয়ে স্কোর লাইন ৩-৩ করেন। এরপর চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি সাবিনারা।

২১ জানুয়ারি বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন