1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শাকসু ও ডিজেএফবি-কে নির্বাচনের অনুমতি দিলো ইসি

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশকেও (ডিজেএফবি) দ্বি-বার্ষিক নির্বাচনের অনুমতি দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

যদিও গত সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনও ধরনের প্রভাবমুক্ত রাখার জন্য দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনও সংগঠনকে নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি।

বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পৃথক সই করা এ সংক্রান্ত দুটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিজেএফবি সংগঠটির সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছে।

আরও বলা হয়, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাক্ষাৎ করেন। সেদিনই ইসির পক্ষ থেকে নির্বাচনের সায় দেওয়া হয়।

অন্য আরেকটি চিঠিতে ডিজেএফবি-এর দ্বি-বার্ষিক নির্বাচনের অনুমতি দিয়েছে ইসি।

সাংবাদিকদের এই সংগঠনকেও আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে নির্বাচনের অনুমতি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আগামী ২৩ জানুয়ারি ডিজেএফবি-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন