আন্তর্জাতিক ডেস্ক//ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। আট দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেটের সংযোগ সামান্য বৃদ্ধি পেয়েছে। রবিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে চলমান বিক্ষোভে অন্তত ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে, যার মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের মতে, এই অভিযানের কারণে আপাতত বিক্ষোভ ব্যাপকভাবে দমন হয়েছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর প্রকাশ করেছে।
রয়টার্সেরকে নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাজধানী তেহরানে চারদিন ধরে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শহরের আকাশে ড্রোন উড়লেও বৃহস্পতিবার ও শুক্রবার কোনও বড় ধরনের বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি।
ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস এক্স-এ জানিয়েছে, ২০০ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকালে ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য বৃদ্ধি দেখা গেছে। সংযোগ এখনও স্বাভাবিক স্তরের মাত্র প্রায় ২% এ রয়েছে। বিদেশে থাকা কয়েকজন ইরানি জানিয়েছেন, তারা শনিবার ভোরে ইরানের অভ্যন্তরে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা বিনিময় করতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি ডিসেম্বরে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।