1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। এ লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জানানো হয়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ১৩১ প্রার্থী।

বুধবার (৭ জানুয়ারি) আপিল দায়েরের সময় শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

আপিলের বিভাজন অঞ্চলভিত্তিক হলো—রংপুর ৯টি, রাজশাহী ১৫টি, খুলনা ১১টি, বরিশাল ৯টি, ময়মনসিংহ ১৬টি, ঢাকা ৩১টি, ফরিদপুর ৭টি, সিলেট ৪টি, কুমিল্লা ১৯টি ও চট্টগ্রাম ১০টি।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের জন্য মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ২ হাজার ৫৬৮টি জমা পড়ে, যেগুলো থেকে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। বাতিল হয়েছে ৭২৩টি। সর্বাধিক মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে (১৩৩টি) এবং সর্বনিম্ন বরিশাল অঞ্চলে (৩১টি)।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন