আন্তর্জাতিক ডেস্ক//দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) প্রধান আইদারুস আল-জুবাইদি সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে একটি বিমানে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। বুধবার (৭ জানুয়ারি) এমনটাই দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে তার পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে জানা গিয়েছিল তিনি নৌপথে সোমালিল্যান্ডে চলে গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট বিবৃতিতে জানিয়েছে, সোমালিল্যান্ড থেকে মোগাদিশুতে যাওয়া বিমানটি আমিরাতি কর্মকর্তাদের তত্ত্বাবধানে ছিল। বিমানটি প্রায় এক ঘণ্টা সেখানে অপেক্ষা করে। পরে আবুধাবির একটি সামরিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। তবে জুবাইদি বিমানে ছিলেন কি না, সেই বিষয়টি জোট নিশ্চিত করেনি।
মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট বিবৃতিতে জানিয়েছে, এসটিসি নেতা জুবাইদি আলোচনার জন্য রিয়াদের উদ্দেশে নির্ধারিত ফ্লাইটে উঠতে ব্যর্থ হন এবং তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রিয়াদের বৈঠকে জুবাইদির অনুপস্থিতির পর এসটিসি গোষ্ঠী জানায়, তিনি দক্ষিণের বন্দরনগরী এডেনে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছিলেন।
রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি আল-জুবাইদিকে উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাউন্সিল থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এসটিস এর আগে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে থাকলেও পরে দক্ষিণে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে তারা হাদরামাউত ও মাহরা প্রদেশসহ দক্ষিণ ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় ।পরে তাদের কাছ থেকে সরকারি বাহিনী বেশিরভাগ প্রদেশ পুনরুদ্ধার করেছে।