1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলারের তেল রফতানি করবে ভেনেজুয়েলা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রফতানির চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। ফলে ভেনেজুয়েলার তেল সরবরাহ চীনের বাজার থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। যা দেশটির তেল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, এই চুক্তি প্রমাণ করে যে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের দাবির প্রতি সাড়া দিচ্ছে। তিনি আগেই সতর্ক করেছিলেন, মার্কিন তেল কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দিলে সামরিক হস্তক্ষেপ আরও বাড়তে পারে। ট্রাম্প চান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র ও বেসরকারি কোম্পানিগুলোর হাতে ভেনেজুয়েলার তেল খাতের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেন।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত তেল রফতানি অবরোধের কারণে ভেনেজুয়েলার কোটি কোটি ব্যারেল তেল ট্যাংকার ও সংরক্ষণাগারে আটকে আছে। এই অবরোধের মধ্যেই সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা একে অপহরণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির বিপুল তেল সম্পদ দখলের চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এই তেল বাজারদরে বিক্রি করা হবে এবং এর অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে থাকবে। যা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে।

এই চুক্তি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তেল সরাসরি জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে। প্রাথমিকভাবে এসব চালান চীনে যাওয়ার কথা থাকলেও তা পুনর্বিন্যাস করে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

এদিকে চুক্তির ঘোষণার পর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ১.৫ শতাংশের বেশি কমে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেল প্রবাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে মার্কিন কোম্পানি শেভরন, যা প্রতিদিন ১ থেকে দেড় লাখ ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

রয়টার্সের সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের রিফাইনারিগুলো উপকৃত হবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বার্গাম বলেছেন, ভেনেজুয়েলার ভারী তেলের প্রবাহ বাড়লে তা যুক্তরাষ্ট্রের চাকরি, জ্বালানি মূল্য ও ভেনেজুয়েলার সব পক্ষের জন্যই ইতিবাচক হবে।

বর্তমানে রফতানির পথ না থাকায় ভেনেজুয়েলাকে উৎপাদন কমাতে হচ্ছে। নতুন এই চুক্তি দেশটির তেল খাতে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তেলবাজার সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন