1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নির্বাচনি সহিংসতার রিপোর্টের জন্য অ্যাপ তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচনি সহিংসতার রিপোর্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে অ্যাপটিতে রিপোর্ট করা যাবে এবং তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এছাড়া প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি তা পুরোদমে চলছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি, ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে প্রশিক্ষণ চলছে। আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে।”

তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে সাত লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে সাত লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।”

পোস্টাল ভোটের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে জানিয়ে প্রেস সচিব বলেন, “কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে শোক বার্তা নিয়ে এসেছিলেন শ্রীলঙ্কা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সৌজন্য সাক্ষাত করেন, তখন তারা এই মডেলটার কথা বলছেন। নেপালের প্রচুর ডায়াসপোরা পিপল আছে। একইভাবে শ্রীলঙ্কানরা অনেক আগে থেকে বিদেশে থাকছে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপিসহ অনেক দেশ আমাদের এই মডেলটা নিতে চাচ্ছে। এটার ক্ষেত্রে ইলেকশন কমিশনের কথা হচ্ছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা ২১ জানুয়ারি থেকে।”

তিনি বলেন, “এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, সামনের দিনগুলোতে এটা নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের ডায়াসপোরা পপুলেশন অনেক। কেউ কেউ বলেন, এটা প্রায় দেড় কোটির মতোন। তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন, সেইটা আমাদের আসলে লক্ষ্য। সেই জায়গায় আমরা পৌঁছাতে চাই।”

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন