স্পোর্টস ডেস্ক//আইসিসির ‘আলটিমেটাম’ সংক্রান্ত খবর ভিত্তিহীন: বিসিবি
ক্রিকইনফোর প্রতিবেদনের অনুযায়ী জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা শঙ্কা আর ভারতে খেলতে না যাওয়ার অনুরোধকে পাত্তা দেয়নি আইসিসি। বাংলাদেশকে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বলা হয়েছে। নাহলে পয়েন্ট হারানোর আলটিমেটাম দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের আলটিমেটাম আইসিসি দেয়নি। বরং এই বিষয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে।
বিসিবি এর আগে খেলোয়াড়, দল ও বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। একই সঙ্গে ভারতের পরিবর্তে অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধও জানায় তারা। বিসিবি জানিয়েছে, সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। আরও জানিয়েছে, বিষয়টি এখনও আলোচনাধীন এবং এ নিয়ে বিশ্ব ক্রিকেট সংস্থা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
বুধবার দেওয়া এক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে আইসিসি।’
বিবৃতিতে আরও বলা হয়, আসরের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে আইসিসি।
এদিকে, গণমাধ্যমে প্রকাশিত আইসিসির আলটিমেটাম সংক্রান্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে পাওয়া যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে এর কোনও মিল নেই।’
এতে আরও বলা হয়, বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণই বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।