আন্তর্জাতিক ডেস্ক//মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখতে চায় কলম্বিয়া। সোমবার (৫ জানুয়ারি) দেশটির সরকার এ কথা জানিয়েছে। তারা ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই এই যৌথ উদ্যোগ চলবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি এক ভিডিও বার্তায় বলেছেন, আমারা যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছে যে আমরা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয় ও সহযোগিতা চালিয়ে যাব। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির বিচারমন্ত্রী আন্দ্রেস ইদারাগা।
তিনি আরও জানিয়েছন, কলম্বিয়ার মাদকবিরোধী অভিযানের লক্ষ্য থাকবে মাদক প্রস্তুতকারক ল্যাব, অপরাধী সংগঠন ও তাদের ঘাঁটি ধ্বংস করা। বিচারমন্ত্রী ইদারাগা বলেন, বিশেষ করে কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে এই ভয়াবহ অপরাধ দমনে আমরা জোর দিচ্ছি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কোকেন চাষ বেড়ে যাওয়ায় কলম্বিয়ার ওপর মাদক পাচার দমনে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ বলে মন্তব্য করেন। কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন তিনি। এসব মন্তব্য ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছে কলম্বিয়া। দেশটির সরকার বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ হবে অযাচিত হস্তক্ষেপ। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর সরকার আরও দাবি করেছেন, ২০২৫ সালে দেশটি প্রায় ১ হাজার মেট্রিক টন কোকেন জব্দ করেছে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য এটি একটি সোনালি সুযোগ।
সম্প্রতি মার্কিন সেনারা ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন। সোমবার মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ নিউইয়র্কের একটি আদালতে তোলা হয়। কিন্তু আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছন।