1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ৪২ প্রার্থীর

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে গণভোটও। সে লক্ষ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জানানো হয়— সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন ৪৩ মনোনয়ন প্রার্থী।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত বুথে এই আপিল করেন তারা। নির্বাচন ভবনে আপিল করার জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আজকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪২টি আপিল দায়ের করা হয়। এরমধ্যে রংপুর অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ৩টি, রাজশাহী অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ৫টি, খুলনা অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ৩টি, বরিশাল অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ১টি, ময়মনসিংহ অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ১টি, ঢাকা অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ১৫টি, ফরিদপুর অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ৭টি, চট্টগ্রাম অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ২টি। এছাড়া কুমিল্লা অঞ্চলে বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছে ৪টি এবং গ্রহনের বিরুদ্ধে আপিল হয়েছে ১টি। আর সিলেট অঞ্চল থেকে এখনও কোনও আপিল করা হয়নি।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন বিএনপির প্রার্থী এমএ হান্নান। একরামুজ্জামান নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরাজিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয় পান।

আবেদনকারীদের মধ্যে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও এসেছিলেন। এছাড়া বগুড়া-৪ আসনে আমজনতার দলের প্রার্থী হিরো আলম আবেদন জানাতে আসলে তাকে আদালতে যেতে বলেছে ইসি। হিরো আলম পর্যাপ্ত ‘সময় না পাওয়ায়’ মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন