1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো অস্ট্রেলিয়া

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যদি কোনও আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক সরবরাহ না করেন, তবে তার ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে। রবিবার (২৮ ডিসেম্বর) এক বার্তায় অস্ট্রেলিয়া গমনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

বার্তায় জানানো হয়, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পর ইমিগ্রেশন বিভাগ থেকে আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করেন এবং আপনার বায়োমেট্রিক্সের প্রয়োজন হয়, তবে দেশ ছাড়ার আগেই নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে গিয়ে তা সম্পন্ন করতে হবে।

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, বিদেশে থাকাকালীন এই প্রক্রিয়া সম্পন্ন না করলে জটিলতা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে বায়োমেট্রিক দেওয়ার জন্য আবেদনকারীকে পুনরায় নিজ দেশে ফিরে আসতে হতে পারে। এমনকি বায়োমেট্রিক্স সম্পূর্ণ না হলে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীর ভিসার আবেদন বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে ইমিগ্রেশন বিভাগ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন