1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ফেরি থেকে নদীতে পড়লো ৫ যানবাহন, তিন জনের লাশ উদ্ধার

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার সংবাদ দেখেছেন

ডেস্ক রিপোর্ট//নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এ ঘটনা ঘটে। পরে একে একে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত তিন জন হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। এ সময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যানবাহনগুলো পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠে যায়। তবে ভ্যানচালকসহ বাকিরা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে দিবাগত রাতে তিন জনের লাশ উদ্ধার করা হয়।

আরও জানা যায়, এ ঘটনার পর পর রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে দিবাগত রাত ২টার দিকে নদী থেকে বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ওসি রকিবুজ্জামান বলেন, কোনও কারণে মাঝনদীতে হঠাৎ করে ওই ট্রাকটি চালু হয়ে যায়। ট্রাক চালক স্টিয়ারিং এ বসে থাকলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। এ সময় ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ আগামীকাল শুরু হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন