1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

রাফিনহার জোড়ায় শীর্ষে ব্যবধান আরও বাড়িয়েছে বার্সা

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//ম্যাচের প্রায় পুরোটা সময় বার্সেলোনার সামনে দৃঢ় প্রতিরোধ গড়ে খেলছিল ওসাসুনা। তাতে পয়েন্ট হারানোর শঙ্কা জাগছিল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে রাফিনহা জোড়া গোলে ভেঙেছেন প্রতিপক্ষের প্রতিরোধ। তাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

অবস্থাদৃষ্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি হতাশার জন্ম দিয়েছিল। কারণ ৭০ মিনিট পর্যন্ত ওসাসুনার তিনটি শটের বিপরীতে বার্সেলোনা নিয়েছে ২১টি শট। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে গোল করে দলকে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৮৬মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস দিক পরিবর্তিত হয়ে তার সামনে এলে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।

এর আগে ২৩ মিনিটে ফেরান তোরেস ভেবেছিলেন ম্যাচের প্রথম গোলটি তিনি করে ফেলেছেন। অফসাইড ফাঁদ ভেঙে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রস হেড করে জালে পাঠান তিনি। কিন্তু ভিএআর পর্যালোচনায় শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়। কারণ, বিল্ড আপের সময় রাফিনহার গোড়ালি অফসাইডে ছিল বলে সিদ্ধান্ত দেয় ভিএআর।

এরপর লামিনে ইয়ামালের বাঁকানো ক্রসে প্রথম স্পর্শেই শট নিয়েছিলেন তোরেস, কিন্তু সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের সেই প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

রক্ষণাত্মক কৌশলে খেললেও প্রতি আক্রমণে মাঝেমধ্যে হুমকি তৈরি করেছিল ওসাসুনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলেহান্দ্রো বালদেকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন ভিক্টর মুনোজ। সামনে কেবল গোলকিপার হুয়ান গার্সিয়া থাকলেও তার শট চলে যায় লক্ষ্যের বাইরে। সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন