স্পোর্টস ডেস্ক//লা লিগায় টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থেকেছে রিয়াল মাদ্রিদ। অবশেষে জয়ের দেখা পেয়েছে লস ব্লাঙ্কোস। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পেছনে।
শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। সপ্তম মিনিটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। মাঝমাঠের প্রায় কাছ থেকে লং বল নিয়ে গতির ঝড় তোলেন তিনি। তার পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কোণ থেকে জাল কাঁপিয়েছেন।
বিরতির ঠিক আগে আসে রিয়ালের দ্বিতীয় গোল। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে থাকা এমবাপ্পে হেডে বল বাড়িয়ে দেন ছয় গজ বক্সে। সেখান থেকে হেড করে গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
বিরতির পর রিয়ালের দাপট কিছুটা কমলেও থামেননি এমবাপ্পে। ৫৯তম মিনিটে বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে একটু এগিয়ে থাকতে দেখে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।