1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

রুশ-মার্কিন আলোচনা: যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রস্তাব মেনে নিয়েছেন পুতিন

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রহণ করেছেন এবং কিছু প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে চিহ্নিত করেছেন। বুধবার এমন দাবি করেছে ক্রেমলিন। তবে মস্কো জানিয়েছে, সমঝোতায় পৌঁছাতে যতবার প্রয়োজন, ততবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের মধ্যে মস্কোতে দীর্ঘ বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেছেন। মঙ্গলবার রাতভর চলা এই বৈঠকের বিষয়ে এক ক্রেমলিন উপদেষ্টা বলেছিলেন, এখনও কোনও সমঝোতা হয়নি।

পেসকভকে প্রশ্ন করা হয়েছিল, পুতিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন-এমনটি কি বলা ঠিক হবে? জবাবে পেসকভ বলেন, না, তা ঠিক নয়। গতকাল প্রথমবার সরাসরি মতবিনিময় হয়েছে। কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে, কিছু আবার গ্রহণযোগ্য নয় বলে চিহ্নিত হয়েছে। সমঝোতা খোঁজার স্বাভাবিক প্রক্রিয়াই এটি।

তিনি বলেন, ট্রাম্পের উদ্যোগের জন্য রাশিয়া কৃতজ্ঞ। তবে আলোচনা নিয়ে ধারাবাহিক মন্তব্য করা হবে না, কারণ অতিরিক্ত প্রচার আলোচনাকে ফলপ্রসূ করতে পারে না।

পেসকভ আরও জানান, বর্তমানে কাজ চলছে বিশেষজ্ঞ পর্যায়ে। এই পর্যায়েই এমন ফলাফলে পৌঁছানোর চেষ্টা হচ্ছে যা পরবর্তীতে উচ্চপর্যায়ের যোগাযোগের ভিত্তি হবে।

গত নভেম্বর যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হওয়ার পর ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করে। কারণ সেগুলোকে মস্কোর প্রধান দাবির প্রতি নতি স্বীকারের মতো দেখায় বলে দাবি তাদের। পরে ইউরোপীয় শক্তিগুলো পাল্টা প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধ অবসানে হালনাগাদ শান্তি কাঠামো তৈরি করেছে।

পুতিন মঙ্গলবার অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো এমন প্রস্তাব দিচ্ছে যা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এগুলোর উদ্দেশ্য শান্তি আলোচনা ব্যাহত করা।

পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, মস্কো এর আগে ২৭ দফার প্রস্তাব পেয়েছিল। পরে আরও চারটি অতিরিক্ত নথি আসে এবং এসবই উইটকফের সঙ্গে আলোচনায় ছিল।

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রাথমিক প্রস্তাবগুলোকে চারটি ভাগে বিভক্ত করেছে। তবে এ প্রস্তাবগুলোর নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন