1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার আগে র‍্যাঙ্কিংয়ে দুই দলের দূরত্ব ছিল ৪৬ ধাপ। গত ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের বিপক্ষে খেলেছেন হামজা–শমিতরা। জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সেই ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ২–২ গোলে ড্র করেছে নেপাল। সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬। বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশেও হয়েছে অদলবদল। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।

যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।

Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন