1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রথম টেস্ট তৃতীয় দিনের শুরুতেই ফিরলেন জয়-মুমিনুল

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৯ ওভারে ৩৪৮/৩ (শান্ত ৪*, মুশফিক ১*; সাদমান ৮০, জয় ১৭১, মুমিনুল ৮০)

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬/১০ (ইয়াং ৬*; বালবার্নি ০, স্টার্লিং ৬০, টেক্টর ১, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রিন ৫, জর্ডান ৩০, হামফ্রিজ ০, ম্যাকার্থি ৩১)

সিলেটে প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে দারুণ ব্যাটিং প্রদর্শনী করছে বাংলাদেশ। যার মূল কারিগর ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার ১৬৯* রানের অসাধারণ ইনিংসে ভর করেই ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল। তৃতীয় দিনের খেলা শুরু হতেই দিনের দ্বিতীয় ওভারে তাকে থামিয়েছেন ম্যাকব্রিন। ১৭১ রানে টাকারের গ্লাভসবন্দি হন তিনি। এক ওভার পর কাটা পড়েন মুমিনুল হকও। সেই ম্যাকব্রিনের বলেই ৮২ রানে ক্যাচ তুলে ফেলেন তিনি। তাতে তৃতীয় দিনে ফিরতেই ৩৪৬ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

হাসান মাহমুদের ১৭১ রান তার ক্যারিয়ার সর্বোচ্চ। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে গতকাল পুরো দিন ভর আইরিশদের ওপর দাপট দেখিয়ে লিড নেয় বাংলাদেশ। তার আগে আইরিশদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে দেয় তারা।

গতকাল পুরো দিনে দুটি ১৫০ ছাড়ানো জুটির অংশ ছিলেন জয়। শুরুতে সাদমান ইসলামের সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েছেন। তাতে বাংলাদেশের প্রথম সেশন কেটেছে কোনও উইকেট না হারিয়ে। দ্বিতীয় সেশনে এসে সেই জুটি ভাঙে সাদমান ৮০ রানে আউট হলে। তার পর বাকিটা সময় শাসন করেছে জয়-মুমিনুলের জুটি। তৃতীয় দিন এসে ভেঙেছে দুজনের ১৭৩ রানের জুটি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন