1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্ব অবসানের লক্ষ্যে ৩০ দেশের সম্মেলন

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হওয়া জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ ঘোষণা করেছেন, তাকে চুপ করানো যাবে না। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্ব অবসানের লক্ষ্যে আয়োজিত ৩০ দেশের সম্মেলনকে তিনি ‘গত ২০ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কলম্বিয়ার বোগোটায় শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে চীন, স্পেন ও কাতারসহ ৩০টি দেশ অংশ নিচ্ছে। আলবানিজ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের জন্য এটি একটি অস্তিত্বের সংকটময় মুহূর্তে এই সম্মেলন হচ্ছে।

এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী দেশগুলো কী পদক্ষেপ নিতে পারে তা নির্ধারণ করা। ওই প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন থেকে ইসরায়েলের বেআইনি দখলদারত্ব অবসানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে একটি পরামর্শমূলক মতামত দিয়েছিল। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে তা বাস্তবায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

আইসিজে বলেছে, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বল প্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখলের নিষেধাজ্ঞার নীতিকে অগ্রাহ্য করতে পারে না। আদালত ইসরায়েলকে দখল ‘যত দ্রুত সম্ভব’ শেষ করতে বলেছে এবং সদস্য রাষ্ট্রগুলোকে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের অবৈধ উপস্থিতি বজায় রাখতে সহায়তা না করার নির্দেশ দিয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ও সম্মেলনের আয়োজক গুস্তাভো পেট্রো বলেছেন, এই সম্মেলন প্রমাণ করবে যে বিশ্ব অবশেষে ইসরায়েলের সামরিক কার্যক্রমের নিন্দা করা থেকে এটি বন্ধ করার জন্য সম্মিলিত পদক্ষেপের দিকে যাচ্ছে।

এই সম্মেলনের লক্ষ্য হলো রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপের একটি বিস্তারিত পরিকল্পনায় সম্মত হওয়া। তবে, যুক্তরাষ্ট্র যতক্ষণ ইসরায়েলকে সমর্থন দেবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল নিজেদের সুরক্ষিত মনে করে। তাই ইসরায়েলকে রাজনৈতিক বা আইনিভাবে কতটা বিচ্ছিন্ন করা যেতে পারে, তা নিয়ে রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন মত বিদ্যমান।

দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়া শুরুতে দ্য হেগ গ্রুপ গঠন করলেও এখন আলজেরিয়া, ব্রাজিল, স্পেন, ইন্দোনেশিয়া ও কাতারসহ আরও অনেক দেশ এতে যুক্ত হয়েছে।

ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাকে ভয় পাইয়ে দিতে পারবে না বলে জানিয়েছেন। তিনি বোগোতায় বলবেন, আন্তর্জাতিক আইনকে দীর্ঘদিন বেছে বেছে প্রয়োগ করা হয়েছে, দুর্বলদের জন্য বাধ্যতামূলক, শক্তিশালীদের জন্য উপেক্ষিত। এই দ্বিমুখী নীতি আইনি ব্যবস্থার ভিত্তি ক্ষয় করেছে। এই যুগের অবসান হতে হবে।

তিনি আরও বলবেন, বিশ্ব মনে রাখবে আমরা এই মুহূর্তে কী করেছি, ভয়ে পিছু হটেছি নাকি মানবিক মর্যাদার পক্ষে দাঁড়িয়েছি। বোগোতায় ক্রমবর্ধমান সংখ্যক রাষ্ট্রের কাছে নীরবতা ভাঙার এবং আইনের শাসনে ফিরে আসার সুযোগ আছে। যথেষ্ট হয়েছে। ন্যায় ও শান্তির জন্য কাজ করার সময় এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সময় দাবি করেছিল, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ নেওয়ার জন্য লজ্জাজনক প্রচার করছেন।

জানুয়ারিতে দ্য হেগ গ্রুপের সম্মেলনে মাত্র নয়টি দেশ অংশ নিয়েছিল। এবার অংশগ্রহণ বেড়েছে। দ্য হেগ গ্রুপের নির্বাহী সচিব ভারশা গান্ডিকোটা-নেললুতলা বলেছেন, আমরা বোগোতায় দুই লক্ষ্য নিয়ে মিলিত হয়েছি: ইসরায়েলের দায়মুক্তি শেষ করা এবং সহযোগিতার বন্ধন ছিন্ন করা। আইসিজে ইতোমধ্যে রায় দিয়েছে। এখন রাষ্ট্রগুলো তাদের বাধ্যবাধকতা বাস্তবায়নে আলোচনা করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন