1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

অ্যাতলেতিকোতে আসছেন বিশ্বকাপ জয়ী আলমাদা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে আলমাদাকে নিতে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে।

লা লিগা দল অ্যাতলেতিকো মাদ্রিদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আলমাদার ব্যাপারে বোতাফোগোর সঙ্গে আমরা ঐকমতে পৌঁছেছি। এখন মেডিকেল শেষে আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন।’

২৪ বছর বয়সী আলমাদা গত মৌসুমের দ্বিতীয়ার্ধটা ধারে লিওঁতে কাটিয়েছেন। সেখানে দুটি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন। সব মিলে ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন ২০টি ম্যাচ।

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলমাদা দেশের হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। তাছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকেও দলের হয়ে অংশ নেন।

অ্যাটাকিং মিডফিল্ডার সবার নজরে আসেন স্থানীয় দল ভেলেজ সারসফিল্ডে খেলার সময়। এখানেই ২০১৮ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক তার। তার পর ২০২২ সালে মেজর লিগ সকার দল আটলান্টাতে খেলেছেন। তার ফর্ম তাকে গত গ্রীষ্মে বোতাফোগোতে টেনেছে। সেখানে ক্লাবটির হয়ে খেলেছেন ২৬ ম্যাচ। জিতেছেন ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস। তার পর ধারে খেলতে জানুরিয়াতে চলে যান লিওঁ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন