বাংলা রিপোর্ট//গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই ব্যাটে–বলে ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই আবার আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের এই পোস্টারবয়। ফর্মে ফেরা সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। বিসিবি এই ব্যাপারে কী ভাবছে, সেইসব নিয়েও চর্চা হচ্ছে। এই ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, সাকিবের জন্য বিসিবির দরজা খেলা থাকার বিষয়টি। তবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সাকিবের সঙ্গে কথা বলার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের মাঠে খেলার মতো পরিস্থিতি নেই তার। অফফর্ম আর বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে মাঝে সুযোগ মেলেনি দেশের বাইরেও। তবে সাকিবকে মাঠ থেকে দূরে রাখা সম্ভব হয়নি। বোলিং অ্যাকশন শুধরে এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন।
সোমবার সন্ধ্যার দিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে ঘুরে ফিরে আসে সাকিব-প্রসঙ্গ। এখানে অবশ্য সাকিবের বিষয়ে কথা বলেছেন তিনি। এক প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেবো। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর।’
বুলবুল আরও যোগ করেছেন, ‘আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে (সাকিবের সঙ্গে) যোগাযোগ হয়নি। দায়িত্ব নেওয়ার পর হয়নি।’
কয়দিন আগে সাকিবের গ্লোবাল সুপার লিগে পারফরম্যান্স দেখার পর তার জন্য বোর্ডের দরজা খোলা বলে মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনও সেকেন্ড চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।’
একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি আবার এসব তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সেখানে বলেছেন, ‘এ ধরনের কোনও কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। বোর্ডে এখনও কোনও আলোচনা হয়নি। এই আলোচনাগুলো গেলো দুই বছর ধরেই চলছে। তবে ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই তথ্যটা আসলে গুজব কি–না আমি জানি না। তবে, বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।’