আন্তর্জাতিক ডেস্ক//১০০ শতাংশ শুল্কারোপের হুমকি.. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক শাস্তি, ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউজে ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ হুমকি দেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমরা রাশিয়ার ওপর খুবই, খুবই বিরক্ত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, যদি ৫০ দিনের মধ্যে কোনও সমাধান না আসে তাহলে আমরা খুব শিগগিরই অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করব। এই শুল্ক হবে প্রায় ১০০ শতাংশ এবং এগুলো হবে সেকেন্ডারি ট্যারিফ। রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর জারি করা হবে যাতে তাদের বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে।
বৈঠকে ট্রাম্প ও রুটে একটি চুক্তিও ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, ন্যাটো সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় করবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত বিতরণ করা হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনে তা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের সেনাদের হাতে তুলে দেওয়া হবে।
সাবেক ডাচ প্রধানমন্ত্রী রুটে জানান, এই চুক্তির আওতায় ইউক্রেন বিপুল পরিমাণ অস্ত্র পাবে।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরও বাড়ায় ট্রাম্পের ক্ষোভও প্রকাশ পেতে শুরু করেছে।
সোমবার পুতিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন, আমি বলতে চাই না তিনি একজন খুনি, কিন্তু তিনি একজন কঠোর লোক।
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সোমবার তিনি রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। এরপর রবিবার তিনি জানান, ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। যা রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সহায়ক হবে।
এদিকে, সোমবার কিয়েভে পৌঁছান ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
জেলেনস্কি বলেছেন, এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে মিলে প্রতিরক্ষা উৎপাদন ও ক্রয়বিষয়ক উদ্যোগ নিয়ে কথা বলেছি।
তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ও ইতিবাচক বার্তা আমাদের দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
একইদিনে জেলেনস্কি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ইউলিয়ার নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউলিয়া লিখেছেন, এটি ইউক্রেনের জন্য একটি সন্ধিক্ষণের সময়।
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের ডনেস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলের দুটি গ্রাম দখলে নিয়েছে। একইসঙ্গে খারকিভ ও সুমি অঞ্চলে সোমবার রুশ হামলায় অন্তত তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
জাতিসংঘের মতে, জুন মাসে ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক হতাহতের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জুলাই মাসের শুরুতে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, তারা ইউক্রেনের জন্য কিছু অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করবে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে ফের সরঞ্জাম পাঠানো শুরু করেছে।