আন্তর্জাতিক ডেস্ক//ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১১ জুলাই) সংস্থাটির এক মুখপাত্র এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইইউ’র নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র আনুয়ার এল আনুউনি বলেছেন, ফ্রানচেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আমরা হতাশ।
জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার ওপর ইইউর জোরালো সমর্থন রয়েছে বলেও যোগ করেন তিনি।
বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আলবানিজের নাম যোগ করা হবে। সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, তার কাজকর্মের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলিদের অবৈধ বিচারকাজ চলছে।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর আচরণের সরব প্রতিবাদ জানিয়ে আসছেন আলবানিজ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি একটি প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে ৬০টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত আছে, যাদের বিরুদ্ধে পশ্চিম তীরে বসতি স্থাপন এবং গাজায় সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।
উল্লেখ্য, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি মার্কিন ফার্মও রয়েছে।