1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক///
নতুন মৌসুমের আগে ফের মাঠে নামছে লিভারপুল। কিন্তু সতীর্থদের মাঝে বিরাজ করছে শূন্যতার হাহাকার। গত মৌসুমে একসঙ্গে ট্রফির আনন্দ উদযাপন করা ডিওগো জোতা যে আর নেই। আর কখনও তার ২০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে না কাউকে। গত ৩ জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এই ফরোয়ার্ডের ক্লাব জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার স্ত্রী রুদ ও পরিবারের সঙ্গে আলাপের পর ক্লাব ঘোষণা করছে ডিওগোর সম্মানে ও স্মৃতি বাঁচিয়ে রাখতে এলএফসি নারী ও অ্যাকাডেমিসহ সব পর্যায়ে তার স্কোয়াড নম্বর অবসরে পাঠানো হচ্ছে।’

ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেছেন, ‘আমি বিশ্বাস করি লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কোনও একজনের জন্য এই ধরনের সম্মাননা জানানো হলো। আমরা বলতে পারি একজন অনন্য চমৎকার ব্যক্তির জন্য এটা একটা অনন্য শ্রদ্ধা।’

জোতার মৃত্যুর পর রবিবার লিভারপুল প্রথমবার মাঠে নামছে। প্রাক মৌসুমের খেলায় তারা ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টনের মুখোমুখি হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন