স্পোর্টস ডেস্ক//চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটিতে হাসফাঁস করছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার জন্য তিনশ রান যেন সময়ের ব্যাপার। কিন্তু ডেথ ওভারে ভেঙে যায় ১২৪ রানের এই শক্ত জুটি। শেষ ১০ ওভারে দারুণ বোলিংয়ে মাত্র ৬৩ রান দিলো বাংলাদেশ, নিলো চার উইকেট।
৯৯ রানের হারে ম্যাচ হতাশায় শেষ হওয়ার পর মেহেদী হাসান মিরাজ শুরুতেই বললেন ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের সাফল্যের কথা, ‘শেষ ১০ ওভারে আমরা সত্যিই ভালো বল করেছি। এখানে বল করা সহজ নয়, কারণ উইকেট চমৎকার। তাসকিন, মোস্তাফিজুর ও স্পিনাররা খুব ভালো করেছে।’
বাংলাদেশের সামনে ২৮৬ রানের লক্ষ্য। পাল্লেকেলেতে এই রান তাড়া করে জেতা সম্ভব- এই বিশ্বাস নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে। ইনিংস বিরতিতে কিছু পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু সব ভেস্তে গেলো। ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, তাও ৪০তম ওভারে। মিরাজ বললেন, ‘উইকেট ভালো ছিলা। ইতিবাচক খেলার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। যেন সুযোগ পেলে আমরা লম্বা সময় ব্যাট করতে পারি। তারপর শেষ ১০ ওভারে আমরা মেরে খেলতে যেন পারি। কিন্তু আমরা কিছু ভুল করলাম। মাঝে আমরা জুটি গড়তে পারিনি এবং ওপেনারদের কাছ থেকেও নয়। আমাদের এটাই সমস্যা ছিল।’
মিরাজ প্রথমবার অধিনায়কত্ব করে দ্বিতীয় ম্যাচেই কলম্বোতে ঐতিহাসিক জয় পেয়েছেন। প্রথমবার শ্রীলঙ্কায় সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি থাকলেও পারলেন না। তবে এই দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি, ‘আমাদের দল তরুণ। তাদের সময় দরকার। সুযোগ দিলে হয়তো একদিন ভালো কিছু হবে।’