আন্তর্জাতিক ডেস্ক//ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইউএস এয়ার ফোর্সের বি-২ স্টেলথ বোমারু বিমান। ছবি: রয়টার্স।
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইউএস এয়ার ফোর্সের বি-২ স্টেলথ বোমারু বিমান। ছবি: রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়াড়ি আখ্যা দিয়েছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দিয়েছেন ট্রাম্প। সোমবার (২৩ জুন) ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রকে এর ফল ভোগ করতে হবে।
তিনি একটি রেকর্ডকৃত ভিডিওবার্তার শেষে ইংরেজিতে বলেন: ‘মিস্টার ট্রাম্প, আপনি একজন জুয়াড়ি। এই যুদ্ধ আপনি শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা।’
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ও ইসরায়েল একে অপরের দিকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর সারা বিশ্ব অপেক্ষা করছে তেহরানের প্রতিক্রিয়ার জন্য। ট্রাম্প এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এই হামলা ইরানি শাসনব্যবস্থা পতনের পথ খুলে দিতে পারে।
বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা যায়, শনিবার ফোর্দো পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় এই গভীর ভূগর্ভস্থ স্থাপনাটি এবং সেখানে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এই তথ্য এখনও নিশ্চিত করা যায়নি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ইরানের সব পারমাণবিক স্থাপনায় বিপুল ক্ষতি হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘সবচেয়ে বড় ক্ষতিই হয়েছে ভূগর্ভে— একদম কেন্দ্রে আঘাত!’
এর আগে ট্রাম্প ইরানকে কোনও প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তাদের এখন শান্তি স্থাপন করতে হবে, নইলে ভবিষ্যতের হামলা আরও বড় এবং অনেক সহজ হবে।’ তার এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।