নিউজ ডেস্ক:
ভারত পরিণাম ভোগ করবে: শেহবাজ শরিফ
ভারতের হামলায় নিহত সাত বছরের শিশু ইর্তেজা আব্বাসের জানাজায় অংশ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব।”
তিনি বলেন, “গত রাতে আমরা দেখিয়েছি, আত্মরক্ষায় পাকিস্তান কীভাবে দাঁতভাঙা জবাব দিতে পারে। নিয়ন্ত্রণ রেখায় প্রায় এক ঘণ্টা তুমুল লড়াই হয়েছে। পাকিস্তানি পাইলটরা নিজেদের আকাশসীমা রক্ষা করেছেন, আর শত্রুপক্ষের বিমান ছিন্নভিন্ন হয়ে গেছে।
“গত রাতে প্রচলিত যুদ্ধেই প্রমাণ হয়েছে—পাকিস্তান বিজয়ী।”
কাশ্মীর নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শরিফ বলেন, “আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জম্মু ও কাশ্মীর একটি বিরোধপূর্ণ এলাকা এবং তা থেকেই যাবে যতদিন না সেখানে গণভোট হয়। ভারত যত একতরফা সিদ্ধান্তই নিক না কেন, বাস্তবতা পাল্টানো যাবে না।”
তথ্যসূত্র: আল জাজিরা