1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

১০৬ রান করেও জিতে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৯৬ বার সংবাদ দেখেছেন

ক্রীড়া ডেস্ক ||নেপালের বিপক্ষে আজ সোমবার (১৭ জুন, ২০২৪) আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে নেপালও সুবিধা করতে পারেনি। তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বোলিং তোপে তারা ১৯.২ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয়।                                ১০৬ রান করেও জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় রান যেটা করে কোনো দল জয় পেয়েছে। এর আগে বিশ্বকাপে কোনো দল এতো কম রান করে জয় পায়নি।                                      বাংলাদেশের আগে এবারের বিশ্বকাপেই এই রেকর্ডটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। গেল ১০ জুন তারা বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান করেও ৪ রান জয় পেয়েছিল। যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ, যেটা করেও কোনো দল জয় পেয়েছিল। প্রোটিয়াদের আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কা ও ভারতের দখলে। এবার তাদের সবার রেকর্ড ভেঙে বাংলাদেশ ১০৬ রান করে ২১ রানে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নতুন একটি রেকর্ড গড়লো।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন