1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে জবির মনোমুগ্ধকর নতুন ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৭ বার সংবাদ দেখেছেন

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় তথা নতুন ক্যাম্পাসে শেষ হয়েছে বৃত্তাকার লেক খনন ও পাড় বাঁধাইয়ের কাজ। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। ২০০ একরের ক্যাম্পাসের মাঝে লেকটির কাজ শেষ হওয়ার পর ফুটে উঠেছে মনোমুগ্ধকর দৃশ্য। এ লেকের প্রস্থ ৪৬ মিটার, গভীরতা ১০ মিটার আর পরিধি প্রায় দুই হাজার মিটার।

এ বছর ফেব্রুয়ারির শেষদিকে লেক খনন কাজ শুরু হয়। কাজের মেয়াদ ছিল আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই লেকের কাজ শেষ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমানে লেকের জলরাশি দর্শনার্থীদের নজর কাড়ছে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও পুরান ঢাকা থেকে যাচ্ছেন নতুন ক্যাম্পাসের লেকের সৌন্দর্য উপভোগ করতে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ফকির বলেন, ক্যাম্পাসের নির্মাণ কাজে গতি আসা অবশ্যই আমাদের জন্য ভালো লাগার বিষয়। এখন বাকি কাজগুলোও দ্রুত শেষ করা হোক। বিশেষত হলগুলো আগে করা উচিত। কেন না, আবাসন সংকট আমাদের সবচেয়ে বড় সমস্যা।

নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান সূত্রে জানা যায়, বৃত্তাকার এ লেকের ভেতরের অংশে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ভবনসহ অন্যান্য স্থাপনা। আর বৃত্তের বাইরে নির্মিত হবে শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন এবং কয়েকটি খেলার মাঠসহ অন্যান্য স্থাপনা। একটি স্টেডিয়ামও নির্মাণ করা হবে। আটটি দৃষ্টিনন্দন সেতু দিয়ে লেকের ভেতর ও বাইরের অংশকে এক করা হবে। এগুলোর বড় চারটি সেতু হবে যানবাহন চলাচলের জন্য, অপর ছোট চারটি হবে হেঁটে পারাপারের জন্য।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, সব কাজ শেষ হলে দেশের অন্যতম সুন্দর হবে জবির নতুন ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ক্যাম্পাসের কাজে দ্রুতগতি নিশ্চিত করতে আমরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি। শিগগিরই বালু ভরাটসহ অন্যান্য কাজ শেষ করব।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন