সৌদি আরবে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তিকেন্দ্র। এর নাম ইলমি। এ কেন্দ্রের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকেন্দ্রিক দক্ষতার বিকাশ ঘটানো হবে। গড়ে তোলা হবে বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম। দেশটি বলছে, ইলমি এমন এক প্রজন্ম গড়ে তুলবে, যাদের দেখে পরের প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তিজগতের প্রতি আগ্রহী হয়ে উঠবে। গত শনিবার সৌদি আরবের গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।
গবেষণাকেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের স্ত্রী প্রিন্সেস সারা। এ প্রযুক্তিকেন্দ্রে পড়ানো হবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা, গণিতসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়। সৌদি আরবের তরুণেরা এখানে তাঁদের পছন্দের যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
Princess Sara, wife of Saudi crown prince, launches new #science and #technology initiative | Arab News https://t.co/jN56e4041R
— Sarah (@SAlSuwayed) May 20, 2023
মোহাম্মদ বিন সালমানের স্ত্রী বলেন, ইলমি হবে সৃজনশীলতা, জ্ঞান-বিজ্ঞানের আলোকবর্তিকা। নতুন কেন্দ্রটির নাম আরবিতে হবে ‘আমার জ্ঞান’। এটি বিজ্ঞানের আবিষ্কার এবং উদ্ভাবনকেন্দ্র হবে।
ইলমি বিজ্ঞানকেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে দেশটির রাজধানী রিয়াদের মোহাম্মাদ বিন সালমান ননপ্রফিট সিটিতে। ২০২৫ সালের মধ্যে নির্মাণকাজ শেষে এর যাত্রা শুরু হবে। এটি ২৭ হাজার বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে।
প্রিন্সেস সারা বলেন, ‘ইলমি সৌদি আরবের সব তরুণ এবং শিক্ষার্থীকে তাদের সম্ভাবনা উপলব্ধি করার, আরও অগ্রগতি ও ভবিষ্যৎ গঠনে সহায়তা করার ক্ষমতা প্রদান করবে। আমি আশা করি, সবাই মিলে ইলমি তৈরি করব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত ও সমর্থন করব।’